নারী কীভাবে জানবে যে তার হায়েজ শেষ হয়েছে?
প্রথম আলামত হলো, হায়েযের পর সাদা পানি বের হওয়া, যা সাধারণত হায়েযের পরই বের হয়, অনেকটা চুনের পানির মতো। কখনো তার রঙ হয় না, আবার নারীদের স্বভাব অনুসারে তার রঙ বিভিন্ন হয়। নারীর জরায়ু থেকে যে রক্ত নির্গত হয়, তা বন্ধ হলেই বুঝবে যে তার হায়েয শেষ হয়েছে। এর জন্যে দু’টি আলামত রয়েছে- প্রথম আলামত হলো, হায়েযের পর সাদা পানি বের হওয়া, যা সাধারণত হায়েযের পরই বের হয়, অনেকটা চুনের পানির মতো। কখনো তার রঙ হয় না, আবার নারীদের স্বভাব অনুসারে তার রঙ বিভিন্ন হয়। দ্বিতীয় আলামত হলো, শুষ্ক পদ্ধতি, অর্থাৎ নারী তার যোনি পথে কাপড়ের টুকরো অথবা তুলা প্রবেশ করাবে, অতঃপর বের করলে যদি শুষ্ক বের হয়, তার উপর রক্ত, হলুদ বর্ণ বা মেটে বর্ণের কোনো আলামত না থাকে, তাহলে বুঝবে যে, তার হায়েয শেষ হয়েছে। (তাম্বিহাত আলা আহকামিন তুখতাসসু বিল মুমিনাত)
মূল : ড. সালেহ ইবনে ফাওজান
No comments:
Post a Comment